আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বাংলাদেশ দূতাবাস, দি হেগ যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে।

প্রভাতে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব এম রিয়াজ হামিদুল্লাহ জাতীয় সঙ্গীতের সাথে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় দূতাবাসের সকল স্তরের কর্মকর্তা- কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর প্রতিকৃতি-তে পুষ্পস্তবক অর্পণ করেন।

জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এ সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনালেখ্যর উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়।

পরবর্তীতে, দিবসটির তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন নেদারল্যান্ডস আওয়ামীলীগ এর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু তাঁর জীবদ্দশায় সর্বদা অন্যের দুঃখ উপলব্ধি করেছেন, স্বপ্ন দেখেছেন নিপীড়িত মানুষের মুক্তি। আমাদের মূল লক্ষ্য থাকা উচিত বঙ্গবন্ধুর দর্শন ও তাঁর মূল্যবোধ নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। তিনি আরো বলেন ‘সোনার বাংলা’ একটা চলমান দর্শন। এরই ধারাবাহিকতা আজকের স্মার্ট বাংলাদেশ।