16 December 2021
বাংলাদেশ দূতাবাস, দ্য হেগ-এ মহান বিজয় দিবস পালন
প্রভাতে নেদারল্যান্ডে নিয়োজিত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মু রিয়াজ হামিদুল্লাহ জাতীয় সংগীতের সাথে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত পৃথক পৃথক বানী পাঠ করা হয়।
এছাড়া, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত শপথ অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন এবং শপথ গ্রহণ করেন।
করোনা ভাইরাস সংক্রান্ত স্বাগতিক দেশের বিধি-নিষেধ এর কারণে এ বছর দিবসটি সীমিত পরিসরে আয়োজন করা হয়।
Copyright © 2023 | Embassy of Bangladesh in The Hague, The Netherlands