Rabindra-Nazrul Birth Anniversary Celebrations

তারিখ: ২ জুলাই ২০১৭, রবিবার

সময়: বিকাল ৫টা থেকে রাত ৮ টা

স্থান: দূতাবাস প্রাঙ্গন

Date: 2 July 2017, Sunday

Time: 5 pm – 8 pm

Venue: Bangladesh Embassy, Address: Badhuisweg 77, 2587 CD, Den Haag

Entry: Free

নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বাংলা সাহিত্যের দুই প্রাণ পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করবে নেদারল্যান্ডবাসী বাংলাদেশীরা।
বাংলার সাহিত্যের এই দুই প্রাণপুরুষ বাঙালীর হৃদয়ে অন্তস্থলে এভাবেই যুগ যুগ ধরে বেঁচে থাকবেন; আর বাঙালী যেখানেই থাকুকনা কেন রবীন্দ্র-নজরুল বন্দনা সে করবেই।

আপনারা সকলে সপরিাবারে আমন্ত্রিত।
উপস্থিতি নিশ্চিত করতে ৩০ জুন তারিখের মধ্যে অনুগ্রহ করে মেইল করুন mission.hague@mofa.gov.bd অথবা এই পোস্টের কমেন্ট বক্সে জানান।

আগতি অতিথিদের নৈশভোজের ব্যবস্থা থাকবে।

RSVP: by 30 June to mission.hague@mofa.gov.bd or leave a reply below (in the comment box of the post)

Dinner will be served to the guests.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*