আজ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
আজ ১০ জানুয়ারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বাংলাদেশ দূতাবাস, দি হেগ দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন করে। শুরুতে মান্যবর রাষ্ট্রদূত জনাব এম রিয়াজ হামিদুল্লাহ দুতাবাস-এর বঙ্গবন্ধু লাউঞ্জে সংরক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অতঃপর দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। এছাড়া, বঙ্গবন্ধু -এর স্বদেশ প্রত্যাবর্তনের উপর বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। রাষ্ট্রদূত জনাব এম রিয়াজ হামিদুল্লাহ দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উক্ত অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত সহ দুতাবাসের […]