বালাদেশ দূতাবাস, দি হেগ ঐতিহাসিক ৭ মার্চ যথাযথ মর্যাদায় উদযাপন করে
আজ ঐতিহাসিক ৭ মার্চ বাংলাদেশ দূতাবাস, দি হেগ ঐতিহাসিক ৭ মার্চ যথাযথ মর্যাদায় উদযাপন করে। প্রভাতে রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় দূতাবাসের সকল স্তরের কর্মকর্তা- কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে রাষ্ট্রদূত দূতাবাসের বঙ্গবন্ধু লাউঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর প্রতিকৃতি-তে পুষ্পস্তবক অর্পণ করেন। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এ সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়। অতঃপর ঐতিহাসিক ৭ মার্চ-এর তাৎপর্য’র উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মান্যবর রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ ও হল্যান্ড আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে অনেক গবেষণা হয়েছে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে তাঁর ভাষণ একদিকে ছিল সাম্য, সেক্যুলারিজম, নিজেদের স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠা করার ডাক, অন্যদিকে ছিল বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের রণকৌশল ঠিক করা। এই ভাষণ সকল সময়ের জন্য, সকল মানুষের জন্য সমানভাবে গুরুত্ব বহন করে।