14 December 2022
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস।১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাত্র দু’দিন আগে রাতের আঁধারে ঘাতকচক্র শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবী ও পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তাদের ঘর থেকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায় অজানা স্থানে। পরে এসব বুদ্ধিজীবীদের হত্যা করে ফেলে রাখা হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। বাণীতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁদের আত্মার শান্তি কামনা করেছেন।