ISS-International Institute of Social Studies team visits Embassy
দি হেগস্থ ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব সোস্যাল ষ্টাডিজ (ISS-International Institute of Social Studies)-এর অধ্যাপক দেজ গ্যাস্পার (Professor Des Gasper) এবং উক্ত প্রতিষ্ঠানে পিএইচডি গবেষনারত মিজ বিয়াট্রিস এ. কাম্পিল্লো কারেট (Ms. Beatriz A. Campillo Carrete) আজ, ১৫ মার্চ ২০১৭, বাংলাদেশ দূতাবাসে মান্যবর রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল-এর সাথে এক বৈঠকে মিলিত হন। উক্ত বৈঠকে দূতাবাসের কাউন্সেলর জনাব কাজী রাসেল পারভেজও উপস্থিত ছিলেন।
অধ্যাপক দেজ গ্যাস্পার এবং মিজ বিয়াট্রিস এ. কাম্পিল্লো কারেট ISS-এর প্রতিনিধি হিসেবে গত ১০-১২ ডিসেম্বর ২০১৬ তারিখে ঢাকায় অনুষ্ঠিত গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্টের (GFMD-Global Forum on Migration and Development) শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করেন। ফোরামের বিভিন্ন সাইড ইভেন্ট এবং সুশীল সমাজের ইভেন্ট সমূহেও তাঁরা যোগদান করেন। অধ্যাপক দেজ গ্যাস্পার এবং মিজ বিয়াট্রিস এ. কাম্পিল্লো কারেট GFMD শীর্ষ বৈঠক পরবর্তী কি করা যায় এবং এই অভিবাসন বিষয়ে বাংলাদেশ দূতাবাস কিভাবে সম্পৃক্ত বা সহযোগিতায় আসতে পারে সে বিষয়ে আলাপ-আলোচনা করেন।
তাঁরা আরও অবহিত করেন যে অভিবাসন বিষয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে অধ্যয়নের নিমিত্তে ISS একটি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। এ পর্যায়ে রাষ্ট্রদূত বেলাল এই প্রোগ্রামে বাংলাদেশী শিক্ষার্থীদের প্রাধান্য দেবার অনুরোধ রাখেন। যোগ্য বাংলাদেশী শিক্ষার্থীদের আবেদনকে যথাযথ গুরুত্ব প্রদান করা হবে বলে অধ্যাপক গ্যাস্পার রাষ্ট্রদূত মহোদয়কে আশ্বস্ত করেন।
Be the first to comment