বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: ব্যবসায়ীদের প্রতি রাষ্ট্রদূত

দি হেগ, ২৮ মার্চ ২০১৭

বাংলাদেশে চলমান উন্নয়ন কর্মকান্ডের উপর আলোকপাত করে রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল বর্তমান সময়কে ইতিহাসের সবচাইতে উত্তেজনাকর হিসেবে উল্লেখ করে নেদারল্যান্ডের ব্যবসায়ীবৃন্দকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান। গত ২৮ মার্চ আমস্টারডামে ভারতীয় ব্যবসায়ী চেম্বার আয়োজিত একটি বিজনেস সেমিনারে প্যানেল বক্তা হিসেবে আমন্ত্রিত রাষ্ট্রদূত বেলাল তাঁর বক্তব্যে এ কথা বলেন। বাংলাদেশে চলমান উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দিতে গিয়ে তিনি জানান যে বাংলাদেশ ডেল্টা প্লান ২১০০ এর পরিকল্পনা পর্ব সমাপ্তির পথে তাই এর বাস্তবায়ন পর্বে বিনিয়োগের প্রস্তুতির এখনই সময়।

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সাম্প্রতিক অর্জনের কথাও রাষ্ট্রদূত উপস্থিত ব্যবসায়ীদের সামনে তুলে ধরেন এবং তা যে কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বর্তমান সরকারের “জিরো টলারেন্স” নীতিকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ধর্ম-নিরপেক্ষ সামাজিক বুননকে সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। এভাবেই চরমপন্থা সামাজিক উপায়েই দূরীভূত হবে বলে তিনি বিশ্বাস করেন বলে জানান।

বিজনেস সেমিনারে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক অভ্যন্তরীন বাণিজ্যের হতাশাজনক চিত্রের কথা তুলে ধরতে গিয়ে তিনি দেখান যে আসিয়ানে অভ্যন্তরীন বাণিজ্য ২৫%, ইউরোপে ৪০% আর দক্ষিণ এশিয়ায় মাত্র ৫%। রাষ্ট্রদূত আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে  ইউরোপের সাফল্যগাথা অনুসরণ করে দক্ষিণ এশিয়ায়ও তা বাস্তবায়নের আহ্বান জানান।

উল্লেখ্য যে, ভারতীয় ব্যবসায়ী চেম্বার নেদারল্যান্ডে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণে কাজ করে থাকে। সেমিনারে আরও বক্তব্য রাখেন চেম্বার প্রেসিডেন্ড হ্যারি বাহল, দি হেগের ডেপুটি মেয়র রাবিন বালদেব সিং। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমস্টারডাম মিউনিসিপালিটির ইউলান্দা ফন ডার আর্ট। ব্যবসায়ী ও বিনিয়োগকারী ছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন কূটনীতিক, শিক্ষাবিদ, নগর কর্মকর্তা ও অন্যান্য পেশাজীবিবৃন্দ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*