16 December 2022
আজ মহান বিজয় দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এবং ত্রিশ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে অভ্যুদয় হয় একটি স্বাধীন দেশ।
দিবসের প্রাক্কালে সকালে বাংলাদেশ দূতাবাস চত্বরে রাষ্ট্রদূত মুঃ রিয়াজ হামিদুল্লাহ জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় দূতাবাসে কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী ডাচ নাগরিক মুক্তিযোদ্ধা উইলিয়াম আব্রাহাম সাইমন ওয়ার্ডারল্যান্ড, বীর প্রতীক-এর অসামান্য অবদান এবং তাঁর জীবনালেখ্যর উপর দূতাবাসের তৈরিকৃত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এছাড়া দূতাবাস ও ডাচ-বাংলা কালচারাল সেন্টার-যৌথভাবে ‘বিজয় দিবস কনসার্ট’ এর আয়োজন করে। উক্ত কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী তাহসান ও জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ গান পরিবেশন করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি,মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন যা দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।